সুপারমডেলদের ইনস্টাগ্রামে নিয়মিত নজর রাখাটা তাদের ভক্তদের নিয়মিত কাজের মধ্যে পড়ে গেছে বলা চলে। মডেলরা সেটা জানেন বলেই নিত্য নতুন ছবি পোস্ট করে খুশি রাখেন তাদের। কিন্তু সেই ছবিই যদি ডেকে আনে চরম বিভ্রান্তি?
জানা যাচ্ছে, রাশিয়ান সুপারমডেল নাতালিয়া ভোদিয়ানোভার সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে শুরু হয়েছে তুমুল হইচই। মডেল দুনিয়ায় ‘সুপারনোভা’ নামে পরিচিত নাতালিয়া সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে তার একটি সেলফি পোস্ট করেন। এক আয়নার সামনে দাঁড়িয়ে তিনি এই ছবিটি তুলেছেন।
সেই ছবিতে দেখে যাচ্ছে, তার ঊর্ধ্বাঙ্গ ঠিকঠাক তাকলেও, তার দু’টি পা নেই। একদম যাকে বলে গায়েন আর এই ব্যাপারাটা ঘটছে নাতালিয়ার অগোচরেই। ৩৬ বছর বয়স্ক নাতালিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২.১ মিলিয়ন। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে এই আশ্চর্য ছবি। ছবিতে পায়ের অনুপস্থিতি নিয়ে পড়তে থাকে বিস্তর কমেন্ট।
কিন্তু সত্যিই কীভাবে উধাও হল তার পা? নেটিজেনরাই এগিয়ে এসেছেন বিভ্রান্তি নিরসনে। তারা দেখাচ্ছেন, নাতালিয়া যেখানে ছবিটি তুলেছিলেন সেখানে আসলে দু’টি আয়না পাশাপাশি রয়েছে। দুই আয়নার জোড়ের মাঝখানে দাঁড়িয়েই ছবিটি তোলার ফলে তৈরি হয়েছে অসাধারণ দৃষ্টিবিভ্রম। তার উপরে নাতালিয়ার পিছনে থাকা চেয়ারটিও এই বিভ্রমে তাল দিয়েছে। তার দু’টি পায়ার সঙ্গে মিসে গিয়েছে নাতালিয়ার পা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত