বিশ্বের অনেক দেশে এখন শীত তীব্রভাবে ঝেঁকে বসেছে। এদিকে গরমে হাঁসফাঁস করছে অস্ট্রেলিয়া। দেশটির দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে বেশি গরম পড়ছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে কয়েকটি শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এ তীব্র গরমে বোতল করে তৃষ্ণার্ত একটি কোয়ালাকে প্রাণী পান করিয়ে আলোচনায় এসেছেন এক নারী। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মারে নদীর কাছে ক্যাম্পিংয়ে ছিলেন চ্যান্টেল লৌরি নামের সেই নারী।
তিনি বলেন, গত শনিবার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস- খুব গরম পড়ছিল। কোয়ালাটিকে দেখে মনে হয়েছিল সে পানি পান করতে চায়। এরপর তিনি বোতলে করে পানি এগিয়ে দিলে কোয়ালা সেটি পান করে।
এ ঘটনায় চ্যান্টেল লৌরির বেশ প্রশংসিত হচ্ছেন। বিভিন্ন টিভি চ্যানেল তাকে নিয়ে খবরও প্রকাশ করেছে। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ফারজানা