পোষ্য কুকুরকে ঢিল মারায় ক্ষ্রিপ্ত হয়ে সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে কুকুরের মালিক। রবিবার এই ঘটনা ঘটে ভারতের দিল্লিতে। নিহত ব্যক্তির নাম আফাক (৩০)।
এ ব্যাপারে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে আফাক রবিবার দিল্লির ওয়েলকাম কলোনির রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি কুকুর আফাককে দেখে ঘেউ ঘেউ শুরু করে ও কামড়াতে চেষ্টা করে। তা থেকে বাঁচতে আফাক ওই কুকুরকে ঢিল মারে। ঢিল মারার সময় দেখতে পায় কুকুরটির মালিক মেহতাফ। তিনি এসময় তার বাড়িতে দ্রুত ঢুঁকে বন্দুক নিয়ে বের হন। এরপর তিনি আফাকের সঙ্গে বাকবিতন্ডার একপর্যায়ে গুলি করেন।
গুলিবিদ্ধ অবস্থায় আফাককে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি মারা যান। অভিযুক্ত মেহতাফকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ