এক ভয়ানক ভিডিও ভাইরাল হয়েছে। একটা নয় দুটো নয়, চার চারটি সিংহ রাস্তা দিয়ে হাঁটছে। ভাবছেন এতে আর এমন কি। এই হাঁটাটা যেখানে সেখানে নয়। এটা একদম ব্যস্ত একটা রাস্তায়।
চারদিকে গাড়ি ভর্তি। যাতে লোকভর্তি। স্বাভাবিকভাবেই লোকজন ভয় পেয়ে যাচ্ছেন। আর এই ভিডিওটি পোস্ট করেছে 'Lions Of Kruger Park And Sabi Sand'এর সোশ্যাল মিডিয়া পেজে।
ইতিমধ্যেই ভিডিওটি ২০ লাখ ভিউ ছাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার কারগের ন্যাশানল পার্কের এই ছবি দেখে 'থ' সারা বিশ্ব।
বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৯/আরাফাত