নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ভবনে লিফট বিকল হয়ে আটকে পড়েন ম্যারিটস ফর্টালিজা নামে ৫৩ বছর বয়সী এক মহিলা। ওই ভবনটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যাঙ্কার ওয়ারেন স্টিফেনসের। ওই সময় স্টিফেনস ও তার পরিবার ছুটি কাটাতে ঘুরতে যান।
শুক্রবার রাতে ওই ভবনের পরিচারিকা ম্যারিটস ফর্টালিজা লিফটের ভিতর ঢোকে। এর পর তিন ও চার তলার মাঝে লিফট বিকল হয়ে পড়ে। জরুরি এলার্মও কাজ করেনি।
সোমবার সকালে যখন ডেলিভারি বয় লিফট ব্যবহার করতে গিয়ে বিকল দেখেন, তত্ক্ষণাৎ খবর দেন স্টিফেন্সের পরিবারের সদস্যদের। এরপর ৯১১-এ কল করে বিপর্যয় মোকালিবাল দফতরের কর্মীদের ডাকা হয়। লিফটের মেরামত করতে গিয়ে দেখেন এক নারী আটকে রয়েছে। তাকে উদ্ধার করে তড়ঘড়ি হাসপাতলে ভর্তি করা হয়। জানা গিয়েছে, সুস্থ রয়েছেন ওই নারী।
এ ঘটনা নিয়ে তদন্ত করছে নগর ভবন কর্তৃপক্ষ। বাড়ির মালিক ওয়ারেন ও হ্যারিয়েট স্টিফেনস জানিয়েছেন, তাদের বাসায় ১৮ ঘণ্টা কাজ করতেন ওই নারী।
বিডি প্রতিদিন/ফারজানা