সিনেমা বা নাটককে হার মানাবে এই ঘটনা। বিয়ের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিচ্ছেদ! সম্প্রতি ভারতের আহমেদাবাদে এ ঘটনা ঘটেছে।
ভারতের ‘টাইমস নাও’ পত্রিকার খবরে বলা হয়েছে, গুজরাট থেকে বিয়ে করতে গিয়েছিল বরপক্ষ। সব ঠিকঠাকই ছিল। এক দিকে চলছিল বিয়ের প্রক্রিয়া, অন্যদিকে খাওয়া দাওয়া শুরু। কিন্তু বিয়ের প্রক্রিয়া শেষ হতে না হতেই খাবার নিয়ে শুরু হয়ে যায় ঝগড়া। তাতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় কনে পক্ষ।
খাবার নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়। তবে শেষ রক্ষা হয়নি। বিয়ের পাঁচ মিনিটের মধ্যেই কনে পক্ষ বিচ্ছেদের ঘোষণা দেন। দুই পরিবারের পক্ষ থেকে আইনজীবী ডেকে এনে বিয়ে অকার্যকর করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৯/আরাফাত