মা-বাবা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। সৃষ্টিজগতের শ্রেষ্ঠ উপহার। দুনিয়ার সব মানুষের বিকল্প কল্পনা করা সম্ভব হলেও মা-বাবার বিকল্প নেই।বাবা নিজের দেহের শিশিরবিন্দু ঝরিয়ে নিজের ছোটো ছোটো স্বপ্নের গলা টিপে ধূলোমাখা জীর্ণ বস্ত্রে কষ্টের ইট গেঁথে ধীরে ধীরে গড়ে তোলেন এক মস্ত বড় প্রাসাদ।
সম্প্রতি এমনই একটি ৪১ সেকেন্ডের ভিডিও মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাবা তার নবজাতক কন্যাকে আদর করছেন। কিন্তু আদর করতে গিয়ে কোনো কথা বলছেন না। ইশারার মাধ্যমে আদর করছেন কন্যাকে। কারণ, তিনি বধির। আর বধির বাবার আদর করার এই পদ্ধতি দেখে হৃদয় গলেছে সবার। বাবার আদর পেয়ে পিটপিট করে তাকাচ্ছে শিশুটি।
এই ভিডিওটি শনিবার নিজের টুইটার থেকে শেয়ার করেছেন আমেরিকার সাবেক বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। এটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সদ্যোজাত কন্যার প্রতি ইশারার মাধ্যমে নিজের ভালবাসা উজাড় করে দিচ্ছেন এই শ্রবণ প্রতিবন্ধী বাবা।’
এই ভিডিও আপলোড হওয়ার পর প্রায় ৫৭ লাখ ইউজার দেখে ফেলেছেন তা। সূত্র : আনন্দবাজার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম