নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ি ফ্লাইওভার থেকে উড়ে এসে পড়ল রাস্তায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এক পথচারী। আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদ প্রদেশে। সিসিটিভি ফুটেজে ওই দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে। ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হায়দরাবাদের বায়ো ডাইভার্সিটি জাংশনের কাছে এক ফ্লাইওভারের নিচে স্বাভাবিকভাবে মানুষজন চলাফেরা করছিলেন। হঠাৎ ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর আঁছড়ে পড়ল একটি লাল রঙের গাড়ি। একটি গাছের বড়সড় ডাল ভেঙে নিয়ে সেটি পড়ল নিচে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল কয়েকটি অটো। গাড়ির ধাক্কায় উড়ে এল কয়েকটি সাইনবোর্ডও। বিকট শব্দ পেয়ে দৌড় শুরু করলেন পথচারীরা।
সর্বশেষ খবর অনুযায়ী ওই ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরো ছয়জন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, গাড়িটি এসে পড়েছে অটোগুলো যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক সেখানেই। তবে আশ্চর্যের বিষয় হলো ঘটনায় প্রাণে বেঁচে গেছেন আছড়ে পড়া গাড়ির চালক। এর আগে ১০ নভেম্বর আরো একটি দুর্ঘটনা ঘটে ওই ফ্লাইওভারে।
বিডি প্রতিদিন/হিমেল