বিজ্ঞাপন নিয়ে মানুষের অস্বস্তির শেষ নেই। টিভি, রেডিও, হোর্ডিং, সংবাদপত্র থেকে ইউটিউব, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়া, সর্বত্র আজ বিজ্ঞাপনের ছড়াছড়ি। কখনও কখনও এই বিজ্ঞাপন বিরক্তির চরমে পৌঁছে যায়। মানুষের এই খেদোক্তি মনে হয় বুঝতে পেরেছে অন্তত একটি কোম্পানি।
আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, এই বিজ্ঞাপন থেকে মানুষকে একটু নিষ্কৃতি দিতে উদ্যোগী হয়েছে কানাডার হ্যালিফ্যাক্স শহরে বিজ্ঞাপন সংস্থা ‘উন্ডার’। কোম্পানি শুরু করেছে, ‘হোয়াইট ক্রিসমাস’ ক্যাম্পেন। উন্ডার, শহরের বেশ কিছু হোর্ডিং, বিলবোর্ড, বিজ্ঞাপন দেওয়ার জায়গা টাকা খরচ করে ভাড়া নিয়েছে। কিন্তু সেগুলো কোনটাতেই বিজ্ঞাপন না দিয়ে তার সবই সাদা রেখে দিয়েছে।
শুধু হোর্ডিংই নয়, তারা ইউটিউব, ফেসবুকেও এই হোয়াইট ক্রিসমাস ক্যাম্পেন চালাচ্ছে। যেখানে বিজ্ঞাপনের জায়গা শুধুই সাদা রাখা হয়েছে।
এই হোয়াইট ক্রিসমাসের আইডিয়া উন্ডারের সংস্থার ক্রিয়েটিভ ডিরেক্টর স্টিফেন ফ্লিনের মস্তিষ্কপ্রসূত। তিনি জানিয়েছেন, প্রথমে তারা অ্যাড ব্লকের কথা ভেবেছিলেন কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। তাই তাঁরা এই হোয়াইট ক্রিসমাসের কথা ভাবেন।
হোয়াইট ক্রিসমাসের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কোথায় কোথায় কীভাবে মানুষকে বিজ্ঞাপনের হাত থেকে মুক্তি দিতে চেষ্টা করেছে উন্ডার।
বিডি-প্রতিদিন/মাহবুব