বৃষ্টি বা ক্রিকেটারের আঘাত নয়, এ বার খেলায় বিঘ্ন ঘটাল দুটি সাপ। এ কারণে স্তব্ধ হল ভারতের মুম্বাই ও কর্নাটকের রঞ্জি ট্রফির ম্যাচ।
রবিবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৃতীয় দিনের খেলা চলছিল। তখনই মাঠে ঢুকে পড়ে দুটি সাপ। সাপ দেখে আতঙ্কের সৃষ্টি হয় খেলোয়াড়দের মধ্যে। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়। পরে সাপুড়ে ডেকে সেই সাপদুটিকে ধরা হয়।
তবে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে সাপ ঢুকে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। গত ডিসেম্বরে অন্ধ্র বনাম বিদর্ভ ম্যাচ দেরিতে শুরু হয় এই একই কারণে। মাঠে একটি সাপ ঢুকে পড়েছিল। সেটিকে বের করা পর্যন্ত প্যাভিলিয়নে বসেই অপেক্ষা করতে হয় ক্রিকেটারদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন