জঙ্গলে নয়, মানুষের ঘরে চারটি শাবক প্রসব করেছে একটি চিতা বাঘ। বর্ষাকালে জঙ্গল স্যাঁতস্যাঁতে ও হিমশীতল থাকায় সন্তান জন্ম দিতে চিতা বাঘটি ভারতের মহারাষ্ট্রের নাসিক অঞ্চলের এক গ্রামে একটি ঘটে এই প্রসব করে।
মহারাষ্ট্রের বন বিভাগের কর্মকর্তা তুষার চেভান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, 'মা বাঘ ও তার চার শাবক সুস্থ আছে। ওদের প্রযুক্তির সহায়তায় সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে, যেন ওদের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হতে পারি। চিতা বাঘ সাধারণত দিনের বেলা ঘুমিয়ে কাটায় আর রাতে শিকারে বের হয়। কিন্তু এই বাঘিনী উল্টো স্বভাবের। রাতের বেলা ওর শাবকেরা জেগে থাকে বলে তখন সে ওদের খাওয়ায়, আর দিনের বেলা শিকারের সন্ধানে ঘুরে বেড়ায়। বাঘিনীটি খুবই নম্র স্বভাবের। সে বন বিভাগের কারও কিংবা গ্রামবাসীর কখনো কোনো ক্ষতি করেনি।'
'মুখে করে একে একে নিজের সব শাবককে জঙ্গলে নিয়ে গেছে সে। যেন ওদের কোনো অসুবিধা না হয়, এ কারণে আমরা সার্বক্ষণিক ওই বাঘিনীর গতিবিধি খেয়াল রাখছি', -বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এএনআই এই ঘটনার একটি ভিডিও টুইটারে পোস্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তা শেয়ার করছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ