রেস্টুরেন্টের সম্পর্কে খারাপ মন্তব্য করার জন্য জেল হল মার্কিন ব্যক্তির। সঙ্গে চাকরিটাও খোয়া গেল। শুনে অবাক লাগলেও এটাই সত্যি।
থাইল্যান্ডের 'সি ভিউ কো চ্যাং' রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন ওয়েসলি বার্নেস। তিনি থাইল্যান্ডে ইংরেজির শিক্ষকতা করেন। তার অভিযোগ, তিনি রেস্টুরেন্টে গিয়েছিলেন একটি মদের বোতল নিয়ে। রেস্টুরেন্টের বার থেকে না নিয়ে তিনি বাইরে থেকে মদ এনেছিলেন বলে তাকে ১৫ ডলার দিতে বলা হয়। সেখানে বাকবিতন্ডা চলে। এবং শেষ পর্যন্ত কর্তৃপক্ষ রাজি হয়ে যায়।
কিন্তু ওয়েসলি রেস্টুরেন্ট থেকে ফিরে এসে 'ট্রিপ অ্যাডভাইসর' ওয়েবসাইটে ওই রেস্টুরেন্টের সম্পর্কে মন্তব্য করে লেখেন, এটাই করোনাভাইরাস। কেউ যাবেন না এখানে এবং আধুনিক যুগে থাইল্যান্ডের মানুষের ক্রীতদাসপ্রথাকে সমর্থন করবেন না। দ্বিতীয় মন্তব্যের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি দেখেছেন একজন কর্মীর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছিলেন এক কর্মকর্তা।
রেস্টুরেন্টের দাবি, তার সব দাবি মিথ্যা। ওয়েসলির নামে মামলা করার আগে বহুবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি কোনও উত্তর না দিয়ে কেবল নেতিবাচক কথাবার্তা লিখে যাচ্ছিলেন। তারপরই তার বিরুদ্ধে মানহানির মামলা ও ইন্টারনেটে ভুয়া তথ্য লেখার জন্য মামলা দায়ের করা হয়। এরপর দু’দিনের জন্য তাকে জেলে থাকতে হয়। তারপর ৩,১৬০ ডলার দিয়ে জামিন মেলে। তার চাকরি চলে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ