মারা যাওয়া অজগর সাপ সাদা কাপড়ে মুড়ালেন। ফুল দিয়ে সাজালেন মরদেহটি। এরপর সাপটিকে কাঁধে করে নিয়ে গেলেন বাগানে। মাটি খুঁড়ে করলেন সাপের 'দাফন'ও। সবাইকে তাক লাগানো ব্যতিক্রমী এ ঘটনা ভারতের তামিলনাড়ুর।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অজগর সাপ রাস্তা পারাপার করছিল। তখন একটি লরি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মারাও যায় অজগরটি। তা নজরে আসে পথচারী অনেকেরই। স্মার্টফোনের যুগে কেউ কেউ ছবি তুলে রাখেন ১২ ফুট লম্বা অজগরের। তবে একদল গ্রামবাসী যা করলেন তা সত্যিই ব্যতিক্রমী পদক্ষেপ। তারা ঠিক করেন ওই সাপটির শেষকৃত্যের আয়োজন করবেন। যেমন ভাবা তেমনই কাজ। যথেষ্ট যত্ন করে সাপের দেহটি রাস্তা থেকে উদ্ধার করেন তারা। প্রথমে সাদা কাপড়ে দেহটি মুড়ে দেওয়া হয়। এরপর ফুল দিয়ে সাজানো হয় দেহটি। একজন মানুষের দেহের মতোই তারপর কাঁধে করে একটি বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ খানিকটা মাটি খোঁড়াও হয়। ওই গর্তের ভেতরে রাখা হয় সাপের দেহ। তারপর সকলে মিলে মাটি দিয়ে গর্তটি ভরাট করেন।
কৃষ্ণাণ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সাপের শেষকৃত্য একেবারেই ব্যতিক্রমী ঘটনা। এর আগে কোনোদিন আমাদের গ্রামে তা হয়নি। এই প্রথমবার কয়েকজনের উদ্যোগে এমন অন্য রকমের শেষকৃত্যের সাক্ষী হতে পারলাম আমরা। যারা এই কাজ করে দেখাল তাদের জন্য সত্যিই আমরা গর্বিত।’
সাপের শেষকৃত্য অবাক করেছে সকলকে। তাই গ্রামবাসীদের ব্যতিক্রমী কাজের ভিডিও ভাইরাল হয়ে যায় চোখের নিমেষে। নেটিজেনরা প্রায় সকলেই ওই কাণ্ড কারখানা দেখে অবাক। সাপের দুর্ঘটনায় মৃত্যু দুঃখ দিয়েছে পশুপ্রেমীদের। তবে একটি সরীসৃপের প্রতি গ্রামবাসীদের সহানুভূতি সত্যিই অবাক করেছে তাদের। গ্রামবাসীদের প্রশংসা না করে পারছেন না তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ