আমেরিকার ওরিগন চিড়িয়াখানার থেকে খাঁচা থেকে চিতা পালানোর খবরে এলাকায় হুলুস্থুলু পড়ে গিয়েছিল। কিন্তু চিতার খোঁজে গিয়ে অবাক হয়ে গেলেন বনকর্মীরা।
ওরিগনের মাল্টোমাহ কাউন্টির শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার তারা এক ব্যক্তির কাছ থেকে ফোন পান যে, চিড়িয়াখানা সংলগ্ন পাহাড়ি এলাকার সাউথওয়েস্ট পোর্টল্যান্ডের কাছে একটি চিতাকে দেখা গেছে। তবে চিতাটি চুপচাপই বসেছিল। বনজঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে প্রায়ই কুগারের মতো বিড়াল প্রজাতির বন্য জন্তু দেখা যায়। কিন্তু চিতা দেখতে পাওয়ার ঘটনা বহু বছরে ঘটেনি। ফলে বনকর্মীরা এবং শেরিফের অফিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
ডেপুটি সুলিভান সাউথওয়েস্ট পোর্টল্যান্ডে তদন্তে গিয়ে প্রথমেই চিড়িয়াখানায় ফোন করেন। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দেয় তাদের কোনও প্রাণীই নিখোঁজ নয়। এরপর ঠিক যে ঝোপঝাড় ঘেরা জায়গায় প্রাণীটিকে দেখতে পাওয়া গেছে বলে খবর পেয়েছিলেন তারা, সেখানে গিয়ে প্রাণীটির কাছে পৌঁছে সুলিভান দেখেন, সেটি একটি স্টাফড্ চিতার পুতুল। কিন্তু ঝোপঝাড়ের মধ্যে গাছের শিকড়ের উপর এমনভাবে ওই বিশাল পুতুলটি রাখা ছিল যে দূর থেকে দেখলে আচমকা সেটিকে সত্যি চিতার মতোই লাগছিল। পুতুলটির ছবিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন সুলিভান। এই ঘটনায় হাসির হুল্লোড় বয়ে গেছে ইন্টারনেটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ