প্রেম বাঁচাতে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করেন সঞ্জুবাই নামের এক নারী। পরে রাস্তার পাশে মরদেহ ফেলে দুর্ঘটনার নাটক সাজান। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সালমান নামের এক যুবকের সঙ্গে প্রেম করছিলেন সঞ্জুবাই। কিছু দিন পর তার স্বামী মনোজ বিষয়টি জানতে পারেন। ধরা পড়তেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন সঞ্জুবাই। মনোজকে হত্যার জন্য তারা সারাফত নামের আরেক যুবকের সঙ্গে যোগাযোগ করেন।
মোটরসাইকেল যোগে গ্রামের এক বিয়ে বাড়িতে যাচ্ছিলেন মনোজ। এ সময় পরিকল্পনা অনুযায়ী তার পথ আটকান সালমান ও সারাফত। এরপর তাকে গলা টিপে হত্যা করেন তারা। পরে রাস্তার পাশে তার মরদেহ ফেলে রেখে চলে যান।
পরে মনোজের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়। একই সঙ্গে সঞ্জুবাই ও সালমানের ফোনের ক্ষুদে বার্তা এবং সালমান ও সারাফতের ফোনের লোকেশন ট্রেস করে জানা যায়, মনোজের মৃত্যুর সময় তারাই ঘটনাস্থলে ছিলেন। এ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।
বিডি প্রতিদিন/হিমেল