গরু কখনও গাছে ওঠে না। 'গল্পের গরু গাছে ওঠে' প্রবচনটি সে কারণেই রয়েছে। কিন্তু এবার গল্পে নয়, বাস্তবেই গাছে উঠল গরু। অবশ্য গরুটি স্বেচ্ছায় ওঠেনি, এর জন্য দায়ী ঘূর্ণিঝড় ইডা। ঘূর্ণিঝড় ইডা যা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে তছনছ চালাচ্ছে। প্রথমে লুইজিয়ানা প্রদেশে বন্যা পরিস্থিতি তৈরি করে এখন তাণ্ডব চালাচ্ছে নিউ ইয়র্কের নিউ জার্সিতে।
গরুর গাছে উঠে পড়ার দৃশ্য দেখা গেল লুইজিয়ানাতেই। যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে কৃষিকাজ হয়, প্রচুর ফাঁকা জমি। ফলে ঘূর্ণিঝড় ইডার তাণ্ডব প্রবলভাবে অনুভূত হয়েছে এখানে। অসংখ্য মানুষ ঘরছাড়া হয়েছেন। জলমগ্ন হওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ পরিষেবা। এমতাবস্থায় উদ্ধারকাজ চালাতে এসে গাছে গরু আটকে দেখেন দুর্যোগ মোকাবিলা দলের কর্মীরা।
দু'টি ডালের মধ্যে এমন ভাবে ফেঁসে ছিলটা গরুটা যে তার নড়ার ক্ষমতা পর্যন্ত ছিল না। উদ্ধারকর্মীরা প্রথমে ডাল দু'টি টেনে ফাঁকা করে গরুটিকে ছাড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাতে কাজ হয়নি। পরে ডাল কেটে গরুটিকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে গরুটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত