১৩ বছরের এক কিশোর পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে হঠাৎ করে সে ১০০ ফুট নিচে পড়ে যায়। কিন্তু এরপরও বেঁচে ফিরেছে সে। উত্তর আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
ওই কিশোরের নাম ওয়াট কাফম্যান। স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই পর্যটন স্থানের নর্থ রিমের প্রান্ত থেকে সে পড়ে যায়।
নিচে পড়ে যাওয়ার পর তাকে দুই ঘণ্টা মধ্যে নিরাপদে উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার পর কয়েক ডজন জরুরি কর্মী উদ্ধারকাজে অংশ নেন।
এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়াট কাফম্যানের বেশ ভালোই আঘাত পেয়েছে। তার নয়টি কশেরুকা ও হাত ভেঙে গেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ১৩ বছর বয়সী ওই কিশোর অন্যদের ছবি তোলার সুযোগ দিতে রাস্তা থেকে সরে যাওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়।
কিশোরের ভাষ্য, ‘আমার শুধু মনে আছে একটু জেগে উঠে নিজেকে অ্যাম্বুলেন্সের ভেতরে দেখতে পাই। তারপর প্রথমে একটি হেলিকপ্টারে এবং পরে প্লেনে করে এখানে আনা হলো।’
এদিকে ছেলেকে জীবিত ফিরে পাওয়ায় ওয়াটের পরিবার বেশ উচ্ছ্বসিত। তার বাবা ব্রায়ান কাফম্যান বলেন, ‘আমরা প্রত্যেকের কাজের জন্য তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ভাগ্যবান যে, আমরা আমাদের বাচ্চাকে বাক্সের (কফিনের) পরিবর্তে গাড়ির সামনের সিটে বসিয়ে বাড়িতে নিয়ে আসতে পেরেছি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ