চলন্ত ট্রেনে সাপের খেলা দেখাচ্ছিলেন চার সাপুড়ে। এর বিনিময়ে যাত্রীদের কাছ থেকে টাকা চান তারা। অনেকে তা না দিতে চাওয়ায় বাঁধে বিপত্তি। সাপুড়েরা রেগে গিয়ে ট্রেনের মেঝেতে ছেড়ে দেন বিষধর সাপ। তা দেখে প্রাণে বাঁচতে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা। ভয়ানক এ ঘটনা ঘটে ভারতের হাওড়া থেকে গোয়ালিয়র যাওয়ার পথে চম্বল এক্সপ্রেসের ট্রেনে।
ওই ট্রেনের একজন যাত্রী বলেন, উত্তর প্রদেশ রাজ্যের বান্দা স্টেশন থেকে চার সাপুড়ের একটি দল সাপ খেলা দেখাতে ট্রেনে ওঠে। তারা ট্রেনে বাঁশি বাজিয়ে সাপ খেলা দেখাতে শুরু করেন। এর বিনিময়ে তাদের একজন যাত্রীদের কাছে টাকা চান। এতে কেউ কেউ সাড়া দেন। আবার কেউ আপত্তি জানান। এতেই বাধে বিপত্তি।
ওই যাত্রী বলেন, সাপুড়েরা যাত্রীদের কাছ থেকে চাহিদামতো টাকা না পেয়ে কয়েকটি সাপ ট্রেনের মেঝেতে ছেড়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এদিক-সেদিক ছুটতে থাকেন। সংশ্লিষ্ট বগির বেশির ভাগ যাত্রী আপার বার্থে (ওপরের আসন) উঠে পড়েন। আবার অনেকে শৌচাগারে আশ্রয় নেন। এমন পরিস্থিতি আধা ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে। পরে একজন ট্রেনের জরুরি নম্বরে ফোন করে বিষয়টি জানান।
রেলের মাহোবা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অখিলেশ প্রতাপ সিংহ বলেন, তারা রেলের নিয়ন্ত্রণকক্ষ থেকে সাপ ছেড়ে দেওয়ার খবর পেয়ে সাপুড়েদের ধরতে তৎপরতা শুরু করেন। তিনি জানান, একপর্যায়ে সাপুড়েরা ওই সাপগুলো ধরে তাদের বাক্সে ঢোকান এবং বান্দার পরের স্টেশন মাহোবায় প্রবেশের আগমুহূর্তে ট্রেন থেকে নেমে যান। তবে এ ঘটনায় কোন যাত্রীকে সাপে কাটেনি বলে নিশ্চিত করেছেন তারা।
বিডি-প্রতিদিন/শফিক