সৌদি আরবের একটি ফৌজদারি আদালত দেশটির হাইস্কুলের এক ছাত্রীকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। মানাল গাফিরি নামে ওই স্কুল ছাত্রী টুইটারে পোস্ট দেয়ার কারণে তাকে ওই কারাদণ্ড দেয় আদালত।
আল-কেস্ত্ মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আল-মাজদ বার্তা সংস্থা জানিয়েছে, ১৮ বছর বয়সী ছাত্রী মানাল গাফিরি রাজবন্দীদের সমর্থনে টুইট করার অপরাধে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
আল-মাজদ আরও জানিয়েছে, যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নিয়ন্ত্রণাধীন সৌদি আদালত সোশ্যাল মিডিয়া এবং সাইবার নেটওয়ার্কের মাধ্যমে সরকারের সমালোচনা করায় এরকম বহু কঠোর শাস্তির রায় দিয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আল-গামেদির সাম্প্রতিক মৃত্যুদণ্ডের রায়ও এরকমই এক রায়ের মাধ্যমে হয়েছে। টুইটার এবং ইউটিউবে মতামত তুলে ধরার কারণে ওই শিক্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মানবাধিকার গোষ্ঠীগুলি বলেছে, ২০১৭ সালে সৌদি নিরাপত্তা বিভাগে সংস্কার আনা হয়েছিল। ওই সংস্কারের ফলে সেদেশে নারী অধিকার রক্ষাকারী এবং সামাজিক কর্মীসহ ভিন্ন মতাবলম্বীদের ওপর দমন পীড়নের মাত্রা বেড়ে গেছে।
সূত্র : মিডল ইস্ট আই
বিডি-প্রতিদিন/বাজিত