কুড়িগ্রামের উলিপুরের থেতরাই এলাকায় হাঁসের ডিম ভাজতে গিয়ে ভেতরে কুসুমের স্থান থেকে বেরিয়ে এসেছে অদ্ভুত সাপ সদৃশ এক জীব। দেখলে মনে হবে যেন কোন সাপের শাবক। আর এমন আকৃতির জীব দেখতে ঘটনার পর থেকে ওই এলাকায় অনেক কৌতুহলী জনতার ভিড় লক্ষ্য করা যায়।
ডিমের কুসুমের ভেতর কিভাবে এমন সাপ সদৃশ জিনিস থাকতে পারে তা সবাইকে হতবাক করে দেয়। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া বটতলা এলাকার ফিরোজ আলমের বাড়িতে।
প্রত্যক্ষদর্শী সাজু মিয়া বলেন, উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফরা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী কোহিনূর বেগম গত বৃহস্পতিবার সকালে তার বাড়ির হাঁস-মুরগির খাঁচা থেকে প্রতিদিনের মতো হাঁসের ডিম বের করে রান্নাঘরের আলমারীতে রেখে দেন। পরে শুক্রবার সকালে আমি বাজার থেকে ফেরার পথে জানতে পারি, তার ছেলেকে ডিম ভেজে দেয়ার জন্য একটি ডিম ওই খাঁচা থেকে ওই মহিলা নিয়ে আসেন। একটু পরে তিনি ডিমটি যখন ফাটিয়ে চুলোয় কড়াইয়ে দেয়ার আগে পাত্রে রাখেন ঠিক তখনই কুসুমের ভেতর থেকে লম্বা আকৃতির সাপ সদৃশ একটি জীব বেরিয়ে আসে। তিনি তখন ভয় পেয়ে যান এবং ওই অবস্থায় নিয়ে গিয়ে তার শ্বাশুড়িকে দেখান। এ খবর ছড়িয়ে পড়লে তাদের বাড়িতে কৌতুহলী জনতার ভিড় শুরু হয়।
অদ্ভুত জীবটি লম্বায় প্রায় ৫ থেকে ৬ ইঞ্চির মত। তবে উৎসুক জনতা এটিকে সাপের শাবক হিসেবে আখ্যা দিলেও তা নয় বলে জানান উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম। তিনি বলেন, এটি হাঁসের ডিমে হওয়ায় হাঁসের ভ্রুণই হবে। কিন্তু সাপ সদৃশ হওয়ার ব্যাপারে তিনি বলেন, সময় মত এবং সঠিকভাবে ডিমে ভ্রুণটি নিষিক্ত না হওয়ায় সাপের বাচ্চার মত আকৃতি ধারণ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল