আরব আমিরাতের শারজার আল তাউন এলাকায় নির্মিতব্য ভবন থেকে পড়ে এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল শনিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
উল্লেখ্য, ভবন থেকে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে হতভাগ্য শ্রমিকটির মৃত্যু হয়। পরে অনান্য শ্রমিকরা তৎক্ষণাত পুলিশকে বিষয়টি অবহিত করে।