সৌদি আরবে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন রিয়াদের এক আদালত।
গতকাল বৃহস্পতিবার দুই সৌদি এবং এক কুয়েতী নাগরিককে এ সাজা দেওয়া হয়।
২০০৩ সালে রিয়াদের পূর্বাঞ্চলীয় আল-মুহাইয়া আবাসিক এলাকায় যে মারাত্মক হামলাটি হয়েছিল তাতে ওই তিনজন জড়িত ছিলেন। তাদের ওই হামলায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারায়।
এছাড়া তারা আরও কয়েকটি হামলার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলেও আদালত জানিয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠি আল কায়দার ইয়েমেনি কমান্ডার খারেদ আল হাজের পরামর্শ ও সহযোগিতায় তারা ওই হামলাগুলো চালিয়েছিল বলে জানা যায়।