নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি ব্যান্ড শিল্পী রাসেল ঠাকুর (৪১) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার সকালে কুইন্স হাসপাতালে তার মৃত্যু হয়।মারা গেছেন।
রাসেল ঠাকুরের বন্ধু আকবর হায়দার কিরণ বলেন, ঠাকুর তার স্ত্রী দিনাকে নিয়ে মেরিল্যান্ড যান এবং সেখান থেকে রবিবার নিউ ইয়র্কে ফিরে আসেন। মধ্যরাতে বুকে ব্যথা হলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং ডাক্তার সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
কিরণ আরও জানান, ঠাকুর প্রায় এক বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।
রাসেল ঠাকুরের মৃত্যুতে আমেরিকা প্রবাসী ও নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। হাজার হাজার নিউ ইয়র্ক প্রবাসী বাঙালি তার জানাজায় সমবেত হয়েছিলেন। ঠাকুরকে নিউ ইয়র্কেই সমাহিত করা হয়।
রাসেল ঠাকুর প্রায় দুই দশক আগে নিউ ইয়র্কে আসেন। তখন থেকেই সারা আমারিকাব্যাপী ব্যান্ড শো আয়োজন করে আসছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশি সঙ্গীত শিল্পিদের নানাভাবে সাহায্য করতেন; তাদের সঙ্গীতের মাধ্যমে উপার্জনের ব্যবস্থা করে দিতেন। নিউ ইয়র্কে কোনও বাঙালি দেখলেই তাকে কোনো সাহায্য লাগবে কিনা জিজ্ঞাসা করেতেন।
২০০২ সালের শেষ থেকেই আমেরিকান জীবনে হাঁফিয়ে উঠে তিনি দেশে ফিরে আসার কথা ভাবছিলেন। কিন্তু তার আর কখনই দেশে ফেরা হবে না।