সামিয়া জামান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'আকাশ কত দুরে' ৯ম ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল অব জেনেভা (ফিফগ)-২০১৪ এ প্রদর্শিত হলো। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জুলফিকার রাসেল।
ছবিটির ইউরোপ প্রিমিয়ার শো তে যোগদান করেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন চ্যানেল-আই এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চলচিত্রটির পরিচালক সামিয়া জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং জেনেভাস্থ স্থায়ী মিশনের রাষ্ট্রদুত এম এ হান্নান।
প্রসঙ্গত, ৪ এপ্রিল- ১৩ এপ্রিল ২০১৪ পর্যন্ত বিভিন্ন দেশের ১০০ টি চলচিত্র এ ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে । জেনেভা সিটির সংস্কৃতি অধিদফতর ও বিশ্বের বিভিন্ন দেশের ২০০ সহযোগী পার্টনারদের সার্বিক সহযোগিতায় এ বিশাল আয়োজন, এর মধ্যে বাংলাদেশের মিডিয়া পার্টনার চ্যানেল-আই অন্যতম।