বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের অনুমোদন লাভ করায় দুবাই আওয়া লীগের পক্ষ থেকে সংবধর্না সভার আয়োজন করা হয়।
গতকাল রাতে দুবাইয়ের খাজা গরীবের নেওয়াজ রেস্টুরেন্ট এর হল রুমে দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আব্দুস সবুর।
তিনি বলেন, '২০০৩ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের যাত্রা শুরু হয়। আর ২০১৪ সালে এসে সাংগঠনিক ভাবে অনুমোদন দেয়া হয়েছে। এই অনুমোদনের অর্থ হচ্ছে আপনাদের উপর এখন থেকে দায়িত্বভার দেয়া হয়েছে। এখন অনুমোদন নিয়ে বসে থাকলে আর চলবে না। কাজের মাধ্যমে নিজেদের পরিচয় ফুটিয়ে তুলতে হবে। আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিষদ আলাদা নয়, আদর্শের দিক থেকে দুইটি সংগঠন একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধুর চেতনা-আদর্শকে ধারণ করে কর্মী সংগঠক সহ সকল প্রগতিশীলদের এক কাতারে আনতে হবে। একটি কথা মনে রাখবেন, যতদিন পৃথিবীর ইতিহাস থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগের নাম কেউ মুছে দিতে পারবেনা।'
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা ও আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি কাজী শাহজাহান তার বক্তব্যে বলেন, 'নিজের জন্য আর নতুন প্রজন্মের কথা মাথায় রেখেই মুক্তিযুদ্ধ করেছি। কারণ পাকিস্তান সরকার চায়নি আমার অন্ধকার থেকে বেরিয়ে আসি। তারা চেয়ে বাঙালী জাতিকে অন্ধকারে বন্দি করে রাখতে। তবে আমাদের ঐক্যবদ্ধ জাতি তাদের প্রতিহত করতে পেরেছি। তখন মুক্তিযুদ্ধ করা সম্ভব হয়েছে শুধু মাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুপ্রেরণায়।'
ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আরব আমিরাত আওয়ামী লীগকে কেন্দ্রীয় ভাবে অনুমোদন দিয়েছে। আজ থেকে সাংগঠনিক কাজের নতুন করে যাত্রা শুরু হলো। যেদিনটির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি আজ সে মর্যাদা অর্জনে আমরা উল্লাসিত আনন্দিত। এখন থেকে আমাদের রাজনৈতিক ভাবে অগ্রসর হতে হবে। '
সংবর্ধনা সভায় সরোয়ার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি আলী হাসান ভুঁঞা, আবদুল মোতালেব, জাহাঙ্গীর আলম, শহীদুল্লাহ মজুমদার, মহি উদ্দিন ইকবাল, আবদুল আউয়াল প্রমুখ।
এসময় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, রাস আল খাইমা, দিব্বা, ফুজিরাহ, আবুধাবী সহ বিভিন্ন বিভাগের নেতা কর্মীরা উপস্থিত থেকে অতিথিদের সংবর্ধনা প্রদান করেন।