মিসরের রাজধানী কায়রোতে ২১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের প্রতিযোগী হাফিজ মুহাম্মদ জাকারিয়া।
গতকাল শনিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নিয়ে সর্বোচ্চ ৯৯ দশমিক ৪০ নম্বর পেয়েছে হাফিজ। এই প্রতিযোগিতায় ৫৫টি দেশ অংশ নেয়।
হাফিজ মানিকগঞ্জের হরিরামপুর থানার আলহাজ হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও জাহনারা আরজুর ছেলে।