'রানা প্লাজা ধসে ১৩শ মানুষের প্রাণহানি এবং আরো অসংখ্য মানুষ পঙ্গু হওয়ার বিভৎস স্মৃতি আমাদের মাঝে এক বছর পরে আবার ফিরে এসেছে। এক বছর আগে ঘটে যাওয়া এই অনাকাঙ্খিত ট্র্যাজিডি আমাদের অবশ্যই ভুলে যাওয়া উচিত নয়' বললেন বৃটিশ শ্যাডো এডুকেশন মিনিস্টার ও পূর্ব লন্ডনের বেথনালগ্রীণ ও বো আসনের এমপি রুশনারা আলী।
তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের সকল গার্মেন্টস শ্রমিক কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তার পাশাপাশি, উপযুক্ত কর্মপরিবেশ ও ভালো বেতনের অধিকার রাখেন।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রুশনারা বলেন, এ ঘটনার এক বছর হয়ে গেলেও নিহত এবং আহতদের পরিবারের জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তিনি বলেন, ভোক্তা হিসাবে ব্র্যান্ডগুলোকে মতামত জানানোর অধিকার আমাদের রয়েছে এবং এর মাধ্যমে আমরা ভবিষ্যতে রানা প্লাজার মতো দুর্ঘটনা রোধে কার্যকর পরিবর্তনে সংশ্লিষ্টদের বাধ্য করতে পারি।
রানা প্লাজা দুর্ঘটনার পর সৃষ্ট সচেতনতাকে সবসময় জাগ্রত রাখার আহবান জানান তিনি।