'আন্তর্জাতিক গুণমান সম্পন্ন, স্বাস্থ্য সম্মত খাবার প্রস্তুত ও পরিবেশন করে গ্রাহক শুভানুধ্যায়ীদের আস্থা নিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত ওয়েলফুড এখন লন্ডনেও রপ্তানি করা হচ্ছে। ইতিমধ্যে বৃটেন প্রবাসীদের মধ্যে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। অল্প সময়ের মধ্যেই বৃটেনসহ ইউরোপের অন্যান্য শহরে ওয়েল ফুডের নিজস্ব শোরুম উদ্বোধন করা হবে'। গত রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনলাইন নিউজ পোর্টাল সিটিজি নিউজ ডট কম এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লন্ডন সফররত ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ নুরুল ইসলাম এ কথা বলেন।
সিটিজিনিউজ ডট কম এর সম্পাদক সোয়েব কবীরের পরিচালনায় ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদের সভাপতিতেত্ব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি মেয়র অহিদ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি মেয়র অহিদ আহমেদ বলেন, বৃটেনে প্রায় দশ লক্ষ বাঙালী বসবাস করছে। দেশীয় পণ্য সামগ্রী যদি আন্তর্জাতিকমানের গুণ বজায় রাখতে পারে, তাহলেই বৃটেনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।