সংযুক্ত আরব অমিরাতের আল আইনে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বর্ষবরণ ও গালা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার হাজার হাজার প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় এই কনসার্ট। অসংখ্য নারী-পুরুষ নববর্ষের সাজে সজ্জিত হয়ে এ বর্ষবরণ কনসার্টে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তারকা শিল্পী রবি চৌধুরী ও শাহনাজ বেলীর গান। এছাড়া র্যাফেল ড্রসহ রকমারী আয়োজনে এ কনসার্ট প্রাণের মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে আল আইন বৈশাখী মেলা ও বর্ষবরণ ২০১৭ উদযাপন পরিষদের আহ্বায়ক শেখ ফরিদের সভাপতিত্বে এক সংক্ষপ্তি আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব লতিফুর রহমান কাজেমী, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, উদযাপন পরিষদের যুগ্ম-আহবায়ক মো. আইয়ুব, এস এম, সোলায়মান, নুরুল হাসান।
মুনিরুল হক টুটুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মোহাম্মদ মফিজুল হক, জসিম উদ্দিন লস্কর রণি, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ মনছুর আহমদ, মোহাম্মদ শওকত ওসমান, ইরফান বাবু, মোহাম্মদ ফারহান ফরিদ, মোহাম্মদ হারুনুর রশিদ, সৈয়দ রফিক আহমদ, শেখ আহম্মদ, মোস্তফা ইকবাল প্রমুখ।
বিকাল ৪টা থেকে উৎসব শুরু হয়। নতুন প্রজন্মের অসংখ্য প্রবাসী ক্ষুদে শিল্পী নেচে গেয়ে যেমন খুশি তেমন সেজে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রায় ৫ হাজার প্রবাসীর জন্য উদ্যোক্তা কমিটির পান্তা ইলিশের ব্যবস্থা ছিল আকর্ষণীয়।
বাঙালির প্রাণের উৎসব এ বৈশাখী আয়োজনে মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি ও এটিএন বাংলা। ভিসা বন্ধের মতো জটিলতা কাটিয়ে গেলে এ উৎসবকে আরও বেশি প্রাণবন্ত করে বিদেশের মাটিতে বাঙালি সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা রাখবেন বলে আয়োজক কমিটি জানান।