বাংলাদেশি পণ্য হিসেবে বিশ্ববাজারের গুণগত মান ও বিশ্বস্ততায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে প্রাণ গ্রুপ। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে প্রাণ গ্রুপের কর্মীরা। শুধু মধ্যপ্রাচ্যে কর্মরত প্রাণ গ্রুপের কর্মীদের নিয়েই দুবাইয়ে উদযাপিত হলো প্রাণ গ্রুপের ১১ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
বুধবার রাতে প্রাণের ১১ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ, আজমান, রাস-আল-খাইমা, ফুজিরাহ সহ বিভিন্ন বিভাগীয় শহরে কর্মরত প্রায় হাজার খানের ডিস্টিবিউটরদের উপস্থিতিতে মধ্যরাতে যেন প্রাণের মেলা বসে সংযুক্ত আরব আমিরাতের শারহজা ইওয়ন্ হোটেলে।
এসময় আরব আমিরাত, ওমান সহ মধ্যপ্রাচ্যে দেশ গুলোতে কর্মরত ডিস্টিবিউটরদের কাজের মূল্যায়ন স্বরূপ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই কন্স্যুলেটের কনস্যাল জেনারেল মাসুদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুবাই কন্স্যুলেটের কর্মাশিয়াল কাউন্সিলর ড. মাহমুদ-উল-হক, প্রাণগ্র“পের ডিএমডি আহসান খান চৌধুরী, এমডি হাসান মাহবুব, মার্কেটিং ম্যানেজার নজরুল ইসলাম প্রমুখ।
ডিস্টিবিউটদের সম্মাননা প্রদানের পর প্রীতি ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।