দুবাই প্রবাসী ব্যবসায়ী ও আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফির কাছে চাঁদা দাবি ও তার বাসভবনে বোমা হামলার প্রতিবাদ জানিয়েছে আওয়ামী যুবলীগ আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে ইউএই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি তে দুবাই কন্স্যুলেটে স্মরকলিপিও প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ, শারজাহ প্রবাসী যুবলীগ নেতা শফিকুর ইসলাম দেশে যাওয়ার পর স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ, একাধিক মামলার আসামি কানা কুদ্দুস ও তার বাহিনী শফির কাছে চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার বাসভবন লক্ষ্য করে বোমা হামলা করে। সেসময় তার মা তাম্বিয়া খাতুন বাদী হয়ে স্থানীয় চট্টগ্রামস্থ বায়োজিদ থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং - ১১/৩৩/৪৯৮ তারিখ : ০৮/০২/২০১৪ইং।
মামলা করার পর সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় বেপরোয়া হয়ে হুমকী ধমকী প্রদান সহ মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্ঠি করছে। সন্ত্রাসীরা যেকোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটাতে পারে এমন আশংকায় দিন অতিবাহিত করছে তার পরিবার। এমতাবস্থায় উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে শফি সহ আওয়ামী যুবলীগের নেতারা।