যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত'র অফিসিয়াল পেইজকে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। গত ২৯ মে ফেইসবুক কর্তৃপক্ষ এই স্বীকৃতি দেয়। দ্বিতীয় কোনো বাংলাদেশী রাজনীতিবিদ হিসেবে সুশান্ত দাশ গুপ্ত'র পেইজকে স্বীকৃতি দিলো ফেইসবুক কর্তৃপক্ষ। প্রথম স্বীকৃতি পেয়েছিলেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। সুশান্ত তার ফেইসবুক পেইজে জানান, 'দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজে সক্রিয় অংশগ্রহনের ফলাফলই হচ্ছে এই স্বীকৃতি। এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক আনন্দের।'
এখন থেকে তার পেইজের নামের পাশে একটি নীল টিক চিহ্ন দেখা যাবে যাতে কার্সর রাখলে 'ভেরিফাইড পেইজ' লেখা আসবে। সুশান্ত দাশ গুপ্ত'র ফেইসবুক পেইজের লিংকঃ http://facebook.com/sushanta.d.gupta. বর্তমানে তার পেইজে লাইকের সংখ্যা ১ লাখেরও বেশি। এই পেইজের মাধ্যমে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তার ব্যক্তিগত মতামত তুলে ধরেন। সুশান্ত দাশ গুপ্ত বাংলাদেশে ব্লগিং জগতের প্রথিকৃতদের একজন এবং আমার ব্লগ নামের একটি প্রতিষ্ঠিত বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা। হবিগঞ্জের ছেলে সুশান্ত দাশ গুপ্ত সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করে করে লন্ডনে যান। বর্তমানে তিনি লন্ডনে টেকশেড নামের একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক।