দুবাইয়ের আলগিল মোড়ে মাইক্রোবাস চাপায় রেজাউল করিম (২৭) নামের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত করিম মাদারীপুরের শিবচর উপজেলার চরশ্যামাইল মোল্লাকান্দি গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।
সোমবার সন্ধ্যায় পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে কাজের সন্ধানে দুবাই যান রেজাউল। দুবাইয়ের রাসেলকিমা এলাকায় জিআরপি লাইনে পানির ট্যাঙ্কে শ্রমিকের কাজ নেন তিনি। কিন্তু দীর্ঘদিন যাবত চুক্তি মোতাবেক ওই কোম্পানির মালিক বাঙালী শ্রমিকদের বেতন না দেওয়ায় ওই দেশের আদালতে মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন বাংলাদেশি শ্রমিকরা।
রবিবার দুপুরে (৮ জুন) ওই মামলায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে দুবাইয়ের আলগিল মোড়ে মাইক্রোবাস দুর্ঘটনায় মারা যান রেজাউল। এ সময় দুর্ঘটনায় আহত হন আরও চার বাংলাদেশি। আহতদের মধ্যে আবুল কালাম নামের এক ব্যক্তির বাড়ি মাদারীপুরের শিবচরে। তিনিসহ আহতরা বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন।
রবিবার রাতে রেজাউলের বাড়িতে দুর্ঘটনার খবর পৌঁছলে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। বর্তমানে রেজাউলের পরিবারে চলছে শোকের মাতম। দুবাইয়ের একই কোম্পানিতে কর্মরত নিহতের চাচা শাহ আলম রবিবার রাতে বিষয়টি জানান। বর্তমানে রেজাউলের মৃতদেহ ওই দেশের হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে।