বাংলাদেশের জাদুশিল্পী ম্যাজিক স্টার লিটন সোমবার রাতে ইস্ট লন্ডনে ম্যাজিক শো করেন। সেখানকার 'প্রাণ' রেস্তোরাঁয় তিনি স্থানীয় বাংলাদেশিদের সামনে ১ ঘণ্টাব্যাপী 'ম্যাজিক শো' করেন।
একমাসের ইউরোপ সফরের অংশ হিসাবে ম্যাজিক স্টার লিটন এখন লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে অবস্থানকালে বিভিন্ন স্থানে কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন এবং জাদু প্রদর্শন করেন।
আগামী বুধবার বাংলাদেশের বাইরে বিলেতের সবচেয়ে জনপ্রিয় বাংলা টেলিভিশন ব্রিটেনেসহ ইউরোপের ৩৬টি দেশে প্রচারিত চ্যানেল এস টেলিভিশন ম্যাজিক স্টার লিটনের ওপর একটি ১ ঘণ্টার অনুষ্ঠান নির্মাণ করবে। আগামী ১৭ তারিখ লিটন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের সম্মেলন ও ২২ জুন প্যারিস বাংলার মেলায় জাদু প্রদর্শন করবেন।
ম্যাজিক স্টার লিটন বলেন, মূলতঃ জাদু প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য। আর এজন্য আমি বছরের ৬ মাস পৃথিবীর বিভিন্ন দেশে সেখানকার বাংলাদেশিদের আমন্ত্রণে ম্যাজিক শো করি। এছাড়া বিশ্বের সব বড় বড় ম্যাজিক ফেস্টিভ্যালে বাংলাদেশকে উপস্থাপন করি।