বঙ্গবন্ধুকে অবমূল্যায়নকারী, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে দুবাইয়ে মানববন্ধন করেছে 'জাতির পিতা অনলাইনে বঙ্গবন্ধুর আদর্শের বন্ধুরা' নামে একটি সংগঠন। দেরা দুবাইয়ে কেজিএন রেস্তোরাঁর মানববন্ধনে অংশগ্রহণ করেন ইউএই আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, প্রবাসী নৌকা সমর্থন গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ রাসেল, শফিকুল ইসলাম, শাকিব রাদিয়াতুল্লাহ, এনামুল হক, মোবারক হোসেন, সাইফুল প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, 'প্রতিটি বাঙালি মনে-প্রাণে বিশ্বাস করেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। কাজেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য যারা হীন ষড়যন্ত্র করছে তাদের দেশের প্রচলিত আইনে আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
মানববন্ধনের পর গতকাল সাংবাদিকদের কাছে একটি লিখিত বিবৃতি প্রদান করেন সংগঠনের নেতারা। বিবৃতিতে উল্লেখ করে, মানববন্ধনে উপস্থিত সকলেই ফেসবুকের সাধারণ বন্ধু, যারা অনলাইনে দীর্ঘদিন ধরে কাজ করছি। বর্তমানে আমরা শুধু অনলাইনে নয়, অফলাইনেও ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ করতে মানববন্ধনে অংশ নিয়েছি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকেই আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধ, সর্বোপরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে একটি গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে ইতিহাস বিকৃত করে চলেছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক মাস ধরে খুবই নগ্নভাবে আমাদের ৭২-এর সংবিধান, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চরমভাবে মিথ্যাচার করে চলছে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থানকারী কিছু কুলাঙ্গারের দল।
তাদের এহেন হীন চক্রান্ত, মুজিব অবমাননা ও তাকে অবমূল্যায়ন করায় আমরা এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়েছিলাম। কিন্তু এদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা না নেয়ায় ইতিহাস বিকৃতকারীরা আরও উত্সাহিত হয়ে একের পর এক মিথ্যাচার করেই চলেছে। আমরা স্বাধীনতার পক্ষের সরকারের কাছে এসব ইতিহাস বিকৃতকারীদের কঠোর শাস্তি প্রদান নিশ্চিত করার দাবি জানাই।