নওশাদ আক্তার চৌধুরী। ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশে কেজি ওয়ান পর্যন্ত পড়লেও আমিরাতে গড়ে উঠেন সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম কায়দায়। চলতি জুন মাসে আমিরাতের শারজা আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাড় শেষ করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ব্যাচলর) ডিগ্রি নিয়ে।
শারজা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ৫২৭ জন ছাত্র-ছাত্রীর স্নাতক ডিগ্রি লাভ উপলক্ষে জুনের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে সমাবর্তন অনুষ্ঠানের। ইউনিভার্সিটির সিটি হল রুমে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্নাতক ডিগ্রিধারীদের হাতে সনদ তুলে দেন শারজার শেখ ড. শেখ সুলতান বিন মোহম্মদ আল কাসিমি। সকল ছাত্র-ছাত্রীর মধ্যে ওই দিন বাংলাদেশি নওশাদ অর্জন করে বর্ষ সেরা চ্যান্সেলর ট্রফি। একাডেমিক শ্রেষ্ঠত্বে অসামান্য অবদান, চারিত্রিক গুণ ও বিশ্ববিদ্যালয় পরিষেবায় এ ট্রফি নওশাদের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চ্যান্সেলর ড. থমাস জন।
নওশাদ আক্তার চৌধুরীর শ্রেষ্ঠত্ব অর্জনের পর আলাপকালে জানায়, তিনি বর্তমানে আবুধাবী মাসদার টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর মাস্টার্স পড়ছেন। ভবিষ্যতে ভাল কোন কোম্পানিতে চাকুরির পাশাপাশি পিএসডি ডিগ্রি নেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন।
ইতোপূর্বে নওশাদ মেরিট স্কলারশিপ, ডিনস লিস্ট স্কলারশিপ ও অ্যাক্টিভ স্টুডেন্ট স্কলারশিপ পদকও লাভ করেন। নেতৃত্ব দেন আমিরাতে বাংলাদেশ সাংস্কৃতিক ক্লাব নামে একটি সংগঠনের।