সংযুক্ত আরব আমিরাত সরকারের সিদ্ধান্তে ২০১২ সালের আগস্ট থেকে বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা। গত দুই বছরেও ভিসা জটিলতার সমাধান হয়নি। এমনকি কর্মস্থল পরিবর্তনের সুযোগ থেকেও বঞ্চিত প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে, এক অনলাইন নিউজপোর্টালে 'বাংলাদেশি ভিসা চালু করছে আমিরাত' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে বিভ্রান্তিতে পড়েন আরব আমিরাতের প্রবাসীসহ দেশটিতে যেতে আগ্রহী ব্যক্তিরা।
এ বিষয়ে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এসব সংবাদ ভিত্তিহীন, বানোয়াট। আমিরাতে অক্টোবরের আগে ভিসা খোলার সম্ভবনা নেই। আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর দুবাই সফরের মধ্য দিয়ে আমিরাতে ভিসার জটিলতা কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ।