দুবাইয়ে এক স্বদেশিকে হত্যার দায়ে ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ড শেষে তাকে দুবাই ছাড়ার আদেশও দেন আদালত। খবর এমিরেটস২৪৭ ডটকমের।
খবরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, হত্যাকাণ্ডের শিকার ও মামলার সাক্ষী কারোরই নাম জানানো হয়নি।