সৌদি আরবের মক্কায় মোছা. মাসুদা খাতুন (৮২) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ বছর হজ করতে যাওয়া হজযাত্রীদের মধ্যে এই প্রথম কোনো হজযাত্রীর মৃত্যু হলো। তার মৃত্যুর সংবাদটি ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে দেয়া হয়েছে।
নিহত মাসুদা খাতুনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জে। তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।
জানা গেছে, মাসুদা খাতুন এহসান এয়ার ট্রাভেলস অধীনে এবার হজ করতে সৌদি আরব যান। ৩১ আগস্ট বিমানের (বিজি৩০২১) ফাইটে যাওয়ার পরদিন ১ সেপ্টেম্বর তিনি মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএ০৭৫৪৯৮১। পিলগ্রিম আইডি০৭৫২২৪৮।
এ বছর ৮৩৫টি এজেন্সির মাধ্যমে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৭৬২ জন বাংলাদেশির হজে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ৩৬টি ফ্লাইটের মাধ্যমে ১৩ হাজার ৬৭৫ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর পবিত্র হজ পালিত হবে। গত ২৭ আগস্ট থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে।