সুদানে প্রতারিত ৩৩ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা আল পূর্বাশা রিক্রুটিং এজেন্সি’র মাধ্যমে ৩৩ জন শ্রমিক সুদানে গিয়েছিল। আজ শনিবার সকালে এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লিইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, রিক্রুটিং এজেন্সি সুদানে প্রতিমাসে ৪০ হাজার বেতনের চাকরি দেয়ার নাম করে প্রত্যেকে কাছ থেকে ২ লাখ করে টাকা নেয়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের প্রতি মাসে নাম মাত্র বেতনে টেক্সটাইল মিলে কাজ দেওয়া হয়। শ্রমিকরা এর বিরোধীতা করলে এজেন্সির লোকজন তাদের মারধর করে সেখানে কাজ করতে বাধ্য করতো।
এ ঘটনা অভিবাসী ঐক্য ফোরামকে জানানোর পর ফোরামের আহ্বায়ক আলামীন নয়ন বিষয়টি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে আনেন। পরে মন্ত্রণালয় থেকে এজেন্সি কর্তৃপক্ষকে শ্রমিকদের দাবি পূরণের নির্দেশ দেওয়া হয়। অথবা আমাদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের চাপে রিক্রুটিং এজেন্সি আজ ৩৩ জন শ্রমিককে দেশে ফিরিয়ে এনেছে।