হজ করতে গিয়ে সৌদি আরবের মক্কায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত মো. আবদুল হক (৬৬) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।
আজ মঙ্গলবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য সম্বলিত সরকারি ওয়েবসাইট 'বাংলাদেশ হজ ম্যানেজমেন্ট পোর্টাল'-এ তার মৃত্যুর খবর জানানো হয়েছে। এক বুলেটিনে বলা হয়েছে, মক্কার স্থানীয় সময় সোমবার আবদুল হক মারা যান। তার পাসপোর্ট নম্বর-বিএ০৭০২৫৫৮। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।