গত ২১ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের অদূরে সান ডিমাস শহরে পিকনিকের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। শহরের বোনেলি রিজিওনাল পার্কের সেইল বোট কোভ পিকনিক স্পটের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা পারস্পরিক সম্প্রীতির এক মনোমুগ্ধকর মিলনমেলায় উপস্থিত হয়েছিলেন এই পিকনিকের আনন্দ উপভোগ করতে।
পিকনিকের শুরুতে সভাপতি খন্দকার আলম এবং সাধারণ সম্পাদক মুশফিকুর চৌধুরী খসরু সকলকে স্বাগত জানান। সংগঠনের প্রাক্তন সভাপতি গোলাম মোস্তফা সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। সারাদিনব্যাপী পিকনিকের মধ্যে ছিল খেলাধুলা, স্মৃতিচারণ , গান- বাজনা সহ নানান রকম আয়োজন ।
পিকনিকে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ড. মাহবুব খান, ড. শামীম, ড. নিজাম, মোবারক হোসেন বাবলু, মফিজুল হক মফিজ, কাজী আলমগীর আমীর, কাজী রহমান, রুবেল হাসান, হাবিবুর রহমান সরোজ, মো. সিকদার, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুর রহমান ওসমানী জিতু, কাজী মশহুরুল হুদা, জাহিদ হোসেন পিন্টু, মিসেস নাজমুল গনি, তালারিয়া খান, জাহান হাসান, মিজান শাহীন, হারুন, ফারুক, রুবেল, শবনম আমীর, শিউলী মিজান, মাহবুবা রশীদ, মুক্তা সিনহাসহ অনেকে।