চার মাস আগে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক আলোচিত হন সুইডিশ-বাংলাদেশি লিও আহমেদ। এই মেধাবী বাংলাদেশি গত সপ্তাহে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করেছেন সুইডিশ মূলধারার রাজনীতিতে। একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন স্টকহল্ম পৌর কাউন্সিলে।
১৪ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয় দিন কয়েক আগে। একইদিন অনুষ্ঠিত সুইডিশ পার্লামেন্ট নির্বাচনে জয়লাভকারী বিরোধী জোটভুক্ত বামপন্থী দল 'ভ্যানস্টার' মনোনীত প্রার্থী হিসেবে লিও আহমেদ এই বিজয় অর্জন করলেন।
উল্লেখ্য, এবারের পার্লামেন্ট নির্বাচনে বর্ণবাদী দল 'সুইডিশ ডেমোক্রেটস'-এর অভাবনীয় উত্থান ঘটে দেশটিতে। ২০১০ সালে ৫.৭% ভোট পেয়ে পার্লামেন্টে ২০টি আসন দখল করলেও এবার ২০১৪ সালে এসে তারা ভোট পেয়েছে ১২.৮৬%। ইমিগ্রান্ট বিরোধী 'সুইডিশ ডেমোক্রেটস' ৪৯টি আসন নিশ্চিত করে চলতি সেপ্টেম্বরে রীতিমতো এক অশনি সংতেক দিয়েছে সুইডেনে। 'ভ্যানস্টার' পার্টির সঙ্গে লিও আহমেদের সম্পৃক্ততা আট বছর আগে থেকেই। পড়াশোনার পাশাপাশি দলটির স্টুডেন্ট ফ্রন্টের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। পার্টির স্টকহল্মের 'সিস্তা' অঞ্চলের প্রেসিডেন্ট নির্বাচিত হন লিও আহমেদ। এই দায়িত্বের পাশাপশি পার্টির স্টকহল্ম অ্যাক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে তিন বছর অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করার পর চলতি বছরের শুরুতেই এসে যায় তার রাজনৈতিক ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। মেধা-যোগ্যতার মূল্যায়ন করতে ভুল করেনি বামপন্থী দল 'ভ্যানস্টার', পুরো স্টকহল্মের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয় তাকে।
লিও আহমেদ ১৯৮১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সাল থেকে পারিবারিক সূত্রে সুইডিশ রাজধানীতে স্থায়ীভাবে বসবাস। শিক্ষকতা করেন স্টকহল্মের একটি কিন্ডার গার্টেনে। শিক্ষকতা আর রাজনীতির পাশাপশি সুইডিশ ইমিগ্রেশান ও স্যোশাল সেক্টরের সঙ্গেও যুক্ত আছেন লিও আহমেদ। স্টকহল্মে কোনো বাংলাদেশি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তিনি এগিয়ে এসেছেন সবার আগে। সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী 'ভ্যানস্টার' পার্টি কর্তৃক সংগৃহীত তহবিল ক্ষতিগ্রস্তদের মাঝে নিজেই পৌঁছে দেন লিও আহমেদ।
বিডি-প্রতিদিন/ ২৮ সেপ্টেম্বর, ২০১৪/ রশিদা