মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পর্যটক বহনকারী একটি বাস বৃহস্পতিবার ভোরে খাদে পড়ে আটজন নিহত ও ২২ জন আহত হয়েছে।
এএফপির খবরে এ কথা জানানো হয়।
সূত্র জানায়, রাস্তায় একটি গাড়ির চাকা পড়ে ছিল। সেটাকে চালক পাশ কাটাতে চাইলে বাসটি গিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। দুই যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।