নিউ ইয়র্কে বেড়াতে এসে নতুন বছরের প্রথম দিন থেকে নিখোঁজ রয়েছেন এক বাংলাদেশি ছাত্র। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী্। খন্দকার ফারহান লাবিব (১৯) নামের ওই তরুণ স্যাগিনাও ভ্যালি স্টেইট ইউনিভার্সিটিতে গ্রাফিক ডিজাইনে লেখাপড়া করছেন।
তার বাড়ি শেরপুর জেলার শেখহাটায়। বাবা মোজাহিদুল হক মন্টু রাজশাহী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক।
ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র লাবিব বৃত্তি নিয়ে গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রে পড়তে আসেন। রাজশাহী থেকে লাবিবের বাবা মোজাহিদুল গণমাধ্যমকে জানান, তার একমাত্র ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং শিকাগো ও নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় লাবিব গত ১৫ ডিসেম্বর নিউ ইয়র্কের জ্যামাইকায় তার মামা মোহাম্মদ হোসেন রিপনের বাসায় বেড়াতে আসেন। রিপন জানান, নিউ ইয়র্কে এসে লাবিব শহরের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন এবং বর্ষবরণ উৎসবে অংশ নিতে ৩১ ডিসেম্বর রাতে টাইম স্কয়ারেও ছিলেন।
১ জানুয়ারি রাতে আমেরিকান এয়ারলাইনসে শিকাগো হয়ে মিশিগানে ফেরার জন্য রিপনের বাসা থেকে বের হন লাবিব। কিন্তু এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। লাবিবের মামা গণমাধ্যমকে জানান, দেশ থেকে তার বাবার টেলিফোন পেয়ে মহা দুশ্চিন্তায় রয়েছি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করছি। তার টেলিফোন বন্ধ। ফেইসবুক বন্ধ ১ জানুয়ারি থেকেই। রিপন জানান, খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, লাবিবের ফিরতি টিকেট এখনও ব্যবহৃত হয়নি, অর্থাৎ লাবিব আমেরিকান এয়ারলাইনসে নিউ ইয়র্ক থেকে কোথাও যাননি। মিশিগানে লাবিবের সহপাঠী অরণ্য বিশ্বাসও জানেন না, কোথায় আছেন তার বন্ধু। বিষয়টি ক্যাম্পাস পুলিশকেও জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৫/ নাবিল