মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আগুনে পুড়ে চার বাংলাদেশিসহ ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আজ ভোরে রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকার একটি সোফা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ টু্ইটার বার্তায় একথা জানিয়েছেন। খবর টাইমস অব ওমানের
রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা নিহতদের মধ্যে চারজন বাংলাদেশি হিসেবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন। আর বাকি দুইজন পাকিস্তানের নাগরিক। তবে আহত ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
ওই কর্মকর্তা টাইমস অব ওমানকে বলেন, 'আমাদের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে যে নিহতদের সবাই একটি সোফা তৈরির কারখানায় কাজ করতো। খুব সম্ভবত আজ ভোর ৩ টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ছয়জনের সবাই আগুনে পুড়ে মারা গেছেন। বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।'
তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি বলে বুরাইমির হাসপাতাল সূত্র জানিয়েছে। লাশগুলোর গায়ে প্লেটস এক্স ১ থেকে এক্স-৬ ট্যাগযুক্ত বলেও সূত্র আরো জানায়।
এদিকে, এ ঘটনায় আহত ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রটি ইতোমধ্যে জানিয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ