‘২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের তদারকিতে নিবাচিত সংসদ সদস্যদের সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব হলে জনগণের উন্নয়ন ত্বরান্বিত হবে’- ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, এমপি এ মন্তব্য করেছেন। এ লক্ষ্যে কার্যকর কৌশল প্রণয়নের জন্য তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।
‘এমডিজির অভিজ্ঞতায় আমাদেরকে সামনের দিনের উন্নয়ন পরিক্রমার কৌশল গ্রহণ করতে হবে। উন্নয়ন কর্মকান্ডে সমগ্র জনগোষ্ঠিকে সম্পৃক্ত করতে হবে’-বলেন সাবের চৌধুরী। এ সময় তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলেন, ‘উন্নয়নে সমগ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার পরিপ্রেক্ষিতে সীমিত সম্পদ নিয়েই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক অগ্রগতি সাধনে সক্ষম হয়েছে।’
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের উদ্যোগে গৃহীতব্য ‘২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা’ বাস্তবায়নে বিভিন্ন দেশের নির্বাচিত পার্লামেন্ট এবং স্থানীয় সরকারের ভূমিকা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন সাবের হোসেন চৌধুরী।
বৈঠকে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে সংসদ সদস্যদের তদারকি কৌশল নিয়ে মতবিনিময় করেন। প্রতিনিধিরা দুর্যোগ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের সাফল্যের প্রশংসাও করেন।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেনসহ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাবের হোসেন চৌধুরী পরে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট সাম কুটেশা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর বিশেষ ইভেন্টেও অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা