বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব, মুক্তিযুদ্ধের সংগঠক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, লন্ডনপ্রবাসী প্রখ্যাত সাংবাদিক ও লেখক খন্দকার আমিনুল হক বাদশার লাশ আগামী রবিবার দেশে আসছে। এ কথা জানিয়েছেন বাদশাহর ছোট ভাই খন্দকার কামরুল হক শামীম।
তিনি জানান, দেশে আনার পর জাতীয় প্রেসক্লাবে বাদশাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সবকিছু অনুকূলে থাকলে ওইদিনই মরদেহ কুষ্টিয়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
গত মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় লন্ডনের অর্পিংটন হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না নিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
আমিনুল হক বাদশার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোকপ্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুর খবরে ঢাকায় সাংবাদিক সমাজে গভীর শোক নেমে আসে।
এদিকে, মরহুমের ছোট ভাই সাবেক সচিব খন্দকার রাশিদুল হক নবা বাংলাদেশ প্রতিদিনকে জানান, লন্ডনপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বাদশার লাশ নিয়ে দেশে আসবেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা/ এস আহমেদ