সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীস্থ সেন্ট মেরিন রেস্টুরেন্টের হলরুমে গতকাল আবুধাবী চট্টগ্রাম সমিতির উদ্যোগে আয়োজক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবুধাবী কর্নেশে অনুষ্ঠিত্ব ঐতিহ্যবাহী চট্টগ্রাম মেজবান ও সংস্কৃতি মেলা সফল করার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা নতুন সদস্য সংগ্রহ করে সমিতির কার্যক্রমকে আরও গতিময় করে সমাজের অবহেলিত, দারিদ্র বিমোচন ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান করেন। তারা মেজবানে আমিরাতের প্রতিটি পরিবারকে যথাসময়ে উপস্থিত থাকারও আহ্বান।
বক্তারা বলেন, 'প্রবাসে বসবাসরত নতুন প্রজন্ম দিন দিন দেশীয় সংস্কৃতি ভুলতে বসেছে। তাই মেলার মাধ্যমে তাদের কাছে দেশীয় খেলাধুলা ও সংস্কৃতির সাথে সেতুবন্ধন রচনা করার বিকল্প নেই।'
সমিতির চেয়ারম্যান অধ্যাপক ড. জমির চৌধুরীর সভাতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহেরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ছালাম তালুকদার, এ বি এম দিদার আলম, মুহাম্মদ আলী, আব্দুন নবী, কুদ্দুস খালেদ, রুহুল আমীন, সাংবাদিক রফিক উল্লাহ, আহমদ হোসাইন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা