বসন্তের রঙ ছড়ানো ফাল্গুনে যখন সাজলো আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা তখনই ভালবাসা দিবসের একরাশ ভালবাসা নিয়েই যেন আবুধাবীতে হাজির হলেন তিনি। মঞ্চে তার বিশেষ সঙ্গীতানুষ্ঠানের ব্যানার আর অডিটোরিয়াম জুড়ে ফাল্গুনের সাজে সেজে আসা দর্শক শ্রোতরা। তিনি হলেন বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
হারমোনিয়ামে সুর তুলে বন্যা গাইলেন 'আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে'। এরপর ধারাবাহিক ভাবে একের পর এক সুরের মুচ্ছনায় মুখোরিত হয় আগত অতিথিসহ উপস্থিত প্রবাসীরা। প্রবাসের মাটিতে এমন আয়োজন হরহামেশা না হওয়ায় সংস্কৃতিপ্রেমী প্রবাসীদের মাঝে বাড়তি আনন্দ দেয় এই সংগীত সন্ধ্যা।
শনিবার রাতে আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আবুধাবী বাংলাদেশ ইসলামীয়া স্কুল এন্ড কলেজের হল রুমে এই সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান, দুবাই কন্স্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান, দূতাবাসের শ্রম সচিব আমান চৌধুরী, অধ্যাপক জমির চৌধুরী, ইফতেখার হোসেন বাবুল, প্রকৌশলী রফিক সিকদার, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনসহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত থেকে সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেন।
রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান শুভেচ্ছা বক্তব্যে বলেন, 'দেশের মানুষ এখন ফাল্গুনের সাজে সেজেছে কিন্তু প্রবাসীরা এসব আয়োজন থেকে বরাবরই বঞ্চিত। তাই প্রবাসীদের মনে আনন্দ দেয়ার জন্য এ সামান্য প্রায়াস।'
উল্লেখ্য, আমিরাতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে আবুধাবী এসেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা